অসাধারণ! তাহলে চলুন, আমরা একটা ছোট মজার ছড়ার বই বানানো শুরু করি। আমি প্রথম পর্বে ৩টি ছড়া দিচ্ছি, এরপর আপনি চাইলে আরও যোগ করব। বইয়ের নাম দিচ্ছি:
---
"হাসির ছড়া: বনের বন্ধুদের কাণ্ডকারখানা"
---
১. ছাগলের হাঁকডাক
ছাগলটা হাঁকে, "ম্যায়ে ম্যায়ে!"
গরুটা বলে, "চুপ কর ভাইরে!"
হাঁস এসে বলে, "ক্যাঁ ক্যান ক্যান,
এই কীর্তিতে আর চলবে না জান!"
মুরগি আসে ঠুসঠাস করে,
"সবাই চুপ! ডিম পারবো পরে!"
বেড়াল দেখে হাসতে হাসতে,
বলে, "এই তো গ্রাম্য নাট্যে!"
---
২. বোকা বানর আর কলার কাণ্ড
এক বানর গেল বাজারে,
খুঁজে পেল এক ঝুড়ি সারে।
কলাগুলো সবই পাকা,
ভাবলো, "আজকে হবে মজা!"
একটা খেয়ে, দুইটা চেয়ে,
তিনে গিয়ে পেটটা বেড়ে।
চারটে খেয়ে হাঁচি দিলো,
পাঁচে গিয়ে গাছেই দিলো!